Monday , December 18 2017
Home / সারাবাংলা / জমি বিরোধের জেরে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

জমি বিরোধের জেরে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক অবসর প্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম নান্নু (৬৫) নেয়ামতপুর গ্রামের মৃত আক্কাছ আলী চৌধুরীর ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে মনিরুল হক চৌধুরী বাদী হয়ে ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গত দুই মাস ধরে আ. করিমের সাথে বাড়ির সিমানা নিয়ে নজরুল ইসলামের বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় অবসর প্রাপ্ত পুলিশ সদস্য নজরুল ইসলাম নান্নু মিয়ার সাথে পার্শ্ববর্তী বাড়ির মৃত হাজী আবদুল লতিফের ছেলে আবদুল করিমের (৫০) সাথে কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে করিম ও তার স্ত্রী সাহিদা পিটিয়ে নজরুলকে আহত করলে ঘটনাস্থলে জ্ঞান হারান তিনি। পরে স্থানীয়রা মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান জানান, নিহতের ডান কানের নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। রাতেই লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেকে) প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকে বিভিন্ন জায়গায় অভিযান চলছে

Check Also

চাকরি ফিরে পেতে আওয়ামী লীগে যোগদান !

তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে আলোচিত জামাত নেতার ভাই ও বিএনপির সক্রিয় নেতা শহিদুল ইসলাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *